
ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া করে ৫১১ রান। এতে ১৭৭ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয়েছে ইংলিশরা। ফলে জয়ের জন্য মাত্র ৫৬ রান প্রয়োজন অজিদের।
৬ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও উইল জ্যাকস। প্রথম সেশন বেশ ভালোভাবে কাটান এই দুই ব্যাটার।
চতুর্থ দিনের প্রথম ইনিংসে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। তবে দলীয় ২২৪ রানে উইল জ্যাকসকে আউট করে অজিদের দিনের প্রথম সাফল্য এনে দেন মাইকেল নেসার। ৯২ বলে ৪১ রান করে সাজঘরে ফিরে যান জ্যাকস।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। এতে করে ২৪১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। একাই লড়াই করে ফিফটির দেখা পান অধিনায়ক স্টোকস। ৫০ রান করে আউট হন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে নেসার নেন ৫টি উইকেট।