
হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৮৯ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রেডফোর্ডের মুখপাত্র সিন্ডি বার্গার এক বিবৃতিতে জানান, ‘তিনি প্রয়াত হয়েছেন উটাহর সানডান্সের পার্বত্য এলাকায় নিজের প্রিয় বাড়িতে — প্রিয়জনদের ঘিরে, প্রিয় পরিবেশে।’ তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৬০-এর দশকে চলচ্চিত্রে অভিষেকের পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন রেডফোর্ড। ১৯৭০-এর দশকে দ্যা ক্যান্ডিডেট, দ্যা ওয়ে উই ওয়্যার, অল দ্যা প্রেসিডেন্টস ম্যান–এর মতো একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করে হয়ে ওঠেন সময়ের সেরা অভিনেতাদের একজন।
পরিচালক হিসেবেও তার সাফল্য ছিল ঈর্ষণীয়। ১৯৮০ সালে অর্ডিনারি পিপল পরিচালনার মাধ্যমে অস্কারে সেরা পরিচালক পুরস্কার জেতেন। একই বছর ছবিটি সেরা চলচ্চিত্র পুরস্কারও পায়।
অভিনয়ে তার স্বভাবজাত সৌন্দর্য—হালকা সোনালি চুল আর ছেলেমানুষি হাসি—তাকে পর্দায় আদর্শ নায়কে পরিণত করলেও, রেডফোর্ড নিজেকে শুধু গ্ল্যামারের মধ্যে আটকে রাখতে চাননি।
তিনি নিজেকে প্রমাণ করেছেন অরাজনৈতিক চরিত্র, অপ্রচলিত গল্প এবং রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তায়। একইসঙ্গে কম বাজেটের চলচ্চিত্র নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন সবসময়।
তার সবচেয়ে বড় অবদানগুলোর একটি হল সানডান্স ইনস্টিটিউট এবং সানডান্স ফিল্ম ফেস্টিভালের প্রতিষ্ঠা, যা আজও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি।
সূত্র: সিএনএন