
পাকিস্তানে আজ শুরু হচ্ছে টি–টোয়েন্টি ত্রিদেশীয় টুর্নামেন্ট। স্বাগতিক পাকিস্তান ছাড়াও লড়াই করবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল লঙ্কান শিবির। অসুস্থতার কারণে দলে থাকছেন না দলের অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিনায়ক চারিত আসালাঙ্কা ও ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো অসুস্থতার কারণে দেশে ফিরবেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে তাঁরা অংশ নিতে পারবেন না। সতর্কতামূলক এ পদক্ষেপ তাঁদের ভবিষ্যৎ দায়িত্ব পালনের আগে যথেষ্ট সময় ও চিকিৎসা নিশ্চিত করবে।’
আসালাঙ্কার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। বদলি খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকে।
রাওয়ালপিন্ডিতে আজই মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় লড়াই। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে ওয়ানডে সিরিজে পাকিস্তানের কাছে ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কা। সেই সিরিজ চলাকালীন ইসলামাবাদে ঘটে আত্মঘাতী হামলার ঘটনা, যখন লঙ্কান ক্রিকেটাররা শহরেই অবস্থান করছিলেন।
ঘটনার পর শ্রীলঙ্কা দলের এক কর্মকর্তা এএফপিকে জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অন্তত আট ক্রিকেটার দেশে ফিরতে চাইছেন। তবে এসএলসি দ্রুত কঠোর বার্তা দেয় দলের প্রতি। বোর্ড জানায়, নির্দেশ অমান্য করে দেশে ফিরলে সেই খেলোয়াড়ের আচরণের ওপর ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে।
এসএলসি আরও জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কেউ যদি নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে, তবে তাদের কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করা হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’