
টেনিস বিশ্বের অন্যতম তারকা কার্লোস আলকারাজ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত করে তুলেছেন এই স্প্যানিশ তারকা। অবস্থান করছেন বিশ্ব টেনিস র্যাংকিংয়ের এক নম্বরে। গতকাল জাপান ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজের বিপক্ষে কোর্টে নামেন আলকারাজ। দুই সেটের লড়াই শেষে ৬-৪, ৬-৪ ব্যবধানে জয় নিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন আলকারাজ।
সেই সঙ্গে ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা লেভার কাপে ফ্রিটজের বিপক্ষে হারের প্রতিশোধ নিলেন এবং এক মৌসুমে সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ড তাড়ার দৌড়েও নিজেকে আরও এগিয়ে নিলেন। এখন পর্যন্ত ফাইনালে তার জয়-পরাজয়ের হিসাব ৮-২।
২০২৫ সালে এখনো বাকি রয়েছে তিনটি বড় আসর-সাংহাই ও প্যারিস মাস্টার্স টুর্নামেন্ট এবং তুরিন এটিপি ফাইনাল। আলকারাজ যদি সেই তিন টুর্নামেন্টের মধ্যে দুটি শিরোপা জেতেন, তাহলে তিনি জায়গা করে নেবেন সেই অভিজাত তালিকায়, যেখানে আছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ-যারা এক মৌসুমে ১০ বা তার বেশি শিরোপা জিতেছেন।
গতকাল টোকিও জয়ের মধ্য দিয়ে আলকারাজ এক মৌসুমে আটটি টুর্নামেন্টের শিরোপা জেতা ষষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড বুকে নিজের নাম তুলেছেন। আলকারাজের আগে এই কৃর্তি গড়া খেলোয়াড়রা হলেন, রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে এবং জ্যানিক সিনার।