
ছাত্র-যুব আন্দোলনে উত্তাল রাষ্ট্র নেপালকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের মেয়ে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনের পক্ষে অবস্থান করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সমালোচনা করেন তিনি। এর মাঝেই অভিনেত্রীর পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যেখানে তিনি নেপালকে ‘হিন্দু রাষ্ট্র’ বলেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে মনীষাকে নেপালের ধর্মনিরপেক্ষ পরিচয়ের সমালোচনা করতে দেখা যায়। দেশটির ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় নিয়ে ইন্টারনেটে এই ভিডিও আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে অভিনেত্রী জোর দিয়ে বলেছিলেন, একটি ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে নেপালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
মনীষা কৈরালা বলেন, ‘আমরা একসময় হিন্দু রাষ্ট্র ছিলাম, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমাদের দেশে ধর্মের নামে কোনো যুদ্ধ বা হত্যাযজ্ঞ হয়নি। শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু রাষ্ট্র ছিলাম। অথচ কেন এটাকে সরিয়ে দেওয়া হলো? সবকিছু এমনভাবে সাজানো হলো যেন এটা একটা ষড়যন্ত্র। ঐক্যকে ভেঙে ফেলা হলো, রাজনীতিকেরা সরকার নামের কাঠামোকে নিজেদের স্বার্থে ব্যবহার করলেন।’
নেপালের বিরাটনগরের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া মনীষা এই মন্তব্য করেছিলেন ২০২২ সালের নভেম্বরে এক সাক্ষাৎকারে। সে সময় দেশটিতে সাধারণ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা চলছিল।
বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর নেপালের সাধারণ নির্বাচনের ঠিক আগে রেকর্ড করা সেই ভিডিও এখন নেপালে চলমান সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে ফের ভাইরাল হয়েছে।
পুরনো এ ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানাতে শুরু করেন। তর্ক-বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এ মন্তব্যের বিরোধিতা করেন আবার অভিনেত্রীর মতামতকে অনেক ভক্ত সমর্থন করে জানান সহমতের বার্তা।
প্রসঙ্গত, মনীষা কৈরালা বলিউড অভিনেত্রী হলেও তার জন্ম নেপালের রাজনৈতিক পরিবারে। নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী তিনি। ক্যারিয়ার গড়েছেন অভিনয়ে। কর্মজীবনে নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহু, তিনটি ফিল্ম ফেয়ারসহ একাধিক পুরস্কার জিতেছেন।
ক্যারিয়ারের বাইরে নেপালের ভূমিকম্প পরবর্তী সময়ে ত্রাণকার্য, নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা দমন, মানব পাচার, ক্যানসার বিষয়ক সচেতনতামূলক কাজসহ বিভিন্ন প্রয়োজনীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ক্যানসার জয়ী এ অভিনেত্রী।