
অভ্যুত্থান প্রচেষ্টা বানচাল করতে প্রতিবেশী বেনিনে যুদ্ধবিমান এবং স্থলসেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু।
রোববার (৭ নভেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্টের অফিস জানায়, বেনিনের সরকার ‘নাইজেরিয়ার তাৎক্ষণিক বিমান সহায়তা’সহ সাহায্যের জন্য দুটি অনুরোধের পর নাইজেরিয়ার সামরিক বাহিনী দেরশটিতে হস্তক্ষেপ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট টিনুবু প্রথমে নাইজেরিয়ান যুদ্ধবিমানগুলোকে বেনিনে প্রবেশের নির্দেশ দেন। তারা জাতীয় টিভি এবং একটি সামরিক শিবির থেকে অভ্যুত্থান ষড়যন্ত্রকারীদের সরিয়ে দেওয়ার জন্য আকাশসীমা দখল করে।
টিনুবু তার সৈন্যদের প্রশংসা করে বলেছেন, তারা ‘একটি প্রতিবেশী দেশকে স্থিতিশীল করতে’ সাহায্য করেছেন।
বেনিনের প্রেসিডেন্ট ট্যালন জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে বলেন, নিরাপত্তা বাহিনী সরকার উৎখাতের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে। এর কিছুক্ষণ পরেই নাইজেরিয়ার বিবৃতি আসে।
বেনিনের সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার বিকেল পর্যন্ত অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আটককৃতরা সকলেই সক্রিয়ভাবে কর্মরত সৈনিক, একজন সাবেক কর্মকর্তা ছিলেন। অভ্যুত্থানের নেতা লেফটেন্যান্ট কর্নেল পাস্কাল টিগ্রিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।