
আন্তর্জাতিক ফুটসালে অভিষেকটা ভালো হলো না বাংলাদেশের। মালয়েশিয়ার কুয়ানতানে অনুষ্ঠিত এএফসি ফুটসাল কাপের নিজেদের প্রথম আসরের অভিষেক ম্যাচে ইরানের কাছে ১২-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ইরান। তারা ১৩ বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের শুরুতে বেশ ভালোই লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের ১০ মিনিটে শবরন শাকিলের একটি ভুলে গোল হজম করতে হয় দলকে। ইরানের হয়ে গোলটি করেন হোসেইন সাবজি।
প্রথম গোলের পর যেন দরজা খুলে যায়। দ্রুত জোড়া গোল করেন হোসেইন তায়েবি। এরপর মহম্মদহোসেইন বাজিয়ার, ইউসুফ এবং বেহরুজ আজিমিহেমাতাবাদি একে একে গোল করেন। এতেই বিরতির আগেই ব্যবধান দাঁড়ায় ৬-০।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের জালে গোল উৎসব করে ইরান। ২১ মিনিটে বাজিয়ার, ৩২ মিনিটে মহম্মদহোসেইন দেরাখশানি, ৩৫ মিনিটে সাঈদ মোমেনি, ৩৭ মিনিটে তায়েবি ও মাহদি কারিমি এবং ৩৮ মিনিটে গোলামি গোল করেন। শেষ পর্যন্ত ১২-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এমন বাজে হারের পর আগামী সোমবার নিজেদের দ্বিতীয় গ্রুপ ‘জি’ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।