
যৌন হয়রানি অভিযোগে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। জানা গেছে, অভিযুক্ত সাজ্জাদকে ১০ বছরর জন্য কিংবা তার বেশি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
কিন্তু এই শাস্তি মানতে রাজি না শুটাররা। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে সাজ্জাদ একজন অপরাধী। তিনি যৌন হয়রানি করেছেন দেশের নারী শুটারদের। তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করলে শাস্তি হবে না। শুটাররা অবাক হয়েছেন কি চিন্তা করে তাকে ১০ বছর নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। অভিযুক্ত জি এম হায়দার সাজ্জাদকে আজীবন নিষিদ্ধ করার দাবি করেছেন হয়রানির শিকার শুটার তাসমায়াতি এমা। এই শুটার সাজ্জাদের শাস্তি চেয়ে মানববন্ধন করেছিলেন। এনএসসি তদন্ত কমিটি গঠন করলে সেই কমিটি রিপোর্ট দিয়েছে।
জানা গেছে, এই ঘটনার আগেও সাজ্জাদের কিছু বিষয় আমলে নিয়েছিল। পূর্বের ঘটনাবলি পর্যবেক্ষণ করা হয়েছে। সাজ্জাদ তার ক্ষমতার অপব্যবহার করেছেন। নারী শুটারদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ভালো ছিল না। শুটারদেরকে ভয়ভী-তি দেখাতেন এবং কোনো একজন শুটারের প্রতি তার দৃষ্টি ছিল। সুযোগ পেলেই নাকি সেই শুটারকে হেনস্তা করেছেন। তার এমন কর্মকাণ্ড কোনোভাবেই ফেডারেশনের সঙ্গে যায় না। এসব কারণে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ দিয়েছে কমিটি।
ক্রীড়াঙ্গনে এসব খবর গতকালই প্রচার হয়ে যায়। সাবেক তারকা শুটার সাবরিনা আক্তার, ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা, শারমিন আক্তার রত্নারাও ভুক্তভোগী এমার মতো জানিয়ে-ছেন সাজ্জাদ এখন ১০ বছরের জন্য নিষিদ্ধ হবে। ১০ বছর পর এসে আবার তিনি একই ঘটনা ঘট-াবেন। এই দায়িত্ব কে নেবেন-বলেছেন সাবেক শুটার এবং কোচ শারমিন আক্তার রত্না। তিনি বলেন, ‘১০ বছর পরে সাজ্জাদ বুড়া হবেন। তখন বুড়া বয়সে এসে আমাদের অন্য শুটারদের সঙ্গে ফাজলামো করবেন? আমার কথা হচ্ছে আজীবন নিষিদ্ধ হতে হবে।’
এমাও একই দাবি তুলেছেন। তাকে আজীবনের জন্য শাস্তি দিতে হবে এবং শুটিং থেকে তাকে বের করে দিতে হবে। আর যেন কোনো দিন শুটিং অঙ্গনে না আসতে পারে। এমার আশঙ্কা আজ যদি তাকে ১০ বছরের শাস্তি নিয়ে এই সুযোগ দেওয়া হয় তাহলে অন্যরা পার পেয়ে যাবে। অন্য শুটাররা এসেও একই ভোগান্তির শিকার হবেন। শুটিং ফেডারেশন থেকে সাজ্জাদকে সরিয়ে দিয়েছে এনএসসি। এরপরই আরেক শুটার কামরুন নাহার কলিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করে ফেডারেশন। শুটার কলি সাজ্জাদের অপকর্ম নিয়ে প্রতিবাদ করেছিলেন।