
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের খুজদারের জেহরি এলাকায় অভিযান চালিয়ে ‘ভারতীয়-প্রক্সি’ ফিতনা আল-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ১৪ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ এ খবর জানিয়েছে।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে আরও ২০ জন আহত হয়েছে। ফিতনা আল-হিন্দুস্তানের অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানের আইএসপিআর বলছে, ‘অভিযান চলাকালীন সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ করে। তীব্র গোলাগুলি হয় এবং সাত জন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়।’
ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সবশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তানে সামগ্রিক সহিংসতা ৪৬% বৃদ্ধি পেয়েছে।
গত তিন মাসে দেশটিতে মোট ৩২৯টি সহিংসতার ঘটনায় কমপক্ষে ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে। এদের মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং সন্ত্রাসীরাও রয়েছে।
খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান – উভয়ই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়। পাকিস্তানে সহিংস ঘটনাগুলোর বেশিরভাগই এই দুই প্রদেশে ঘটে থেকে, বিশেষ করে সন্ত্রাসী হামলা – দেশটির মোট সহিংসতার ৯৬% এরও বেশি।
খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল, সহিংসতাজনিত মোট মৃত্যুর প্রায় ৭১% এখানে। এরপর বেলুচিস্তান,যেখানে ২৫% এরও বেশি মৃত্যু ঘটেছে।