
কানাডার নেতাকে প্রধানমন্ত্রী না বলে ‘প্রেসিডেন্ট’ বলার পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি মজা করে মার্কিম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘খোঁচা’ দিয়েছেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প সোমবার (১৩ অক্টোবর) মিসরে গাজা শীর্ষ সম্মেলনে কথা বলছিলেন। বক্তৃতা শেষে সংবাদমাধ্যমের দিক থেকে মনযোগ সরিয়ে তিনি বিশ্বনেতাদের সঙ্গে করমর্দন করছিলেন। কিন্তু তার পরও ক্যামেরা ঘুরছিল এবং মাইক চালু ছিল, যার ফলে দুই নেতার পাল্টাপাল্টি মন্তব্য স্পষ্ট শোনা যাচ্ছিল।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নি হাসতে হাসতে ট্রাম্পকে বলছেন, ‘আচ্ছা, আমি খুশি যে, আপনি আমাকে প্রেসিডেন্ট পদে উন্নীত করেছেন।’
ট্রাম্প তার ‘বিরক্তি’ বুঝতে পেরে করমর্দন থামিয়ে কার্নিকে হাসিমুখে পাল্টা জবাব দেন, ‘অন্তত আমি গভর্নর বলিনি।’
মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত লরে বলেন, ‘প্রেসিডেন্ট ফোন করেছেন এবং তিনি জানতে চেয়েছেন যে, শীর্ষ সম্মেলনে যোগদান করা কি সার্থক হবে।’ ট্রাম্প কার্নিকে সরাসরি ‘মিস্টার প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন।
কানাডাকে ৫১তম রাজ্যে পরিণত করার জন্য ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং শুল্ক নিয়ে বাগড়ায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক অনেকটাই টালমাটাল। কার্নির পূর্বসূরী জাস্টিন ট্রুডোকে ট্রাম্প অসংখ্যবার ‘গভর্নর’ হিসেবে ডেকেছিলেন।