
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। দেশের বাইরে এ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে জাতীয় দলে আর দেখা যায়নি সাকিবকে।
বর্তমান প্রেক্ষাপটে জাতীয় দলের জার্সিতে সাকিবের খেলার সম্ভাবনা দেখছেন না বিসিবি পরিচালক আসিফ আকবর। তার মতে সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই।
দেশের একটি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ আকবর বলেন, ‘সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক।’
তিনি আরও বলেন, ‘আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না। যদি সে (সাকিব) অনুশোচনা করেন, ক্ষমা চান, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল।’
তবে সাকিবের প্রশংসাও করেছেন আসিফ আকবর। তিনি বলেন, ‘সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে ১০০ বছরেও আসবে না। আমি এটা আবারও বলছি।’