
জাতীয় ফুটবল দলের অনুশীলন, অথচ সাংবাদিকদের অনুশীলন কাভার করতে দেওয়া হয় না। কোচ গোপনীয়তা বজয় রাখছেন। হংকংয়ের বিপক্ষে ম্যাচ জেতার কৌশল যেন কেউ জেনে না যায়। বিভিন্ন সূত্রের খবর ইনজুরি দলকে ভোগাচ্ছে।
জাতীয় দলের ক্যাম্প ডাকার পরই নতুন করে খেলোয়াড় নেওয়া হয়েছিল মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্তকে। কেন ডাকা হয়েছিল সেটি প্রকাশ করেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে দলের মধ্যে গুঞ্জন ছিল ডিফেন্ডার তপু বর্মন নাকি ইনজুরিতে রয়েছেন। সে কারণে শান্তকে দলে রাখা হয়েছে।

এশিয়ান কাপ বাছাই গ্রুপ পর্বের ম্যাচে ঢাকায় আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে তপু যদি খেলতে নাও পারেন তবুও দলের সঙ্গেই থাকবেন। শান্তকে প্রস্তুত রাখা হবে। তপু অনুশীলনে দলের সঙ্গে আসছেন যাচ্ছেন; কিন্তু অনুশীলনে তাকে সে রকম সক্রিয় দেখা যাচ্ছে না। গতকাল তপু মাঠের বাইরে বসেছিলেন।

ইনজুরিতে আগেই ক্যাম্প ছেড়েছেন ইব্রাহিম। শুধু তপু বর্মন নয়, অনুশীলনে নামতে দেখা যায় না তারিক কাজী, সুমন রেজা ও আল আমিনকে। গতকাল তারা দর্শক আসনে বসে ছিলেন। বিশেষ করে দলের সবাই অনুশীলন করলেও বেঞ্চে বসে ছিলেন তপু ও সুমন। তারিক কাজী এবং আল আমিন রানিং করলেও প্রতিদিনের মতো অনুশীলন হয় দুই ভাগে ফুটবল খেলে।