
ওপার বাংলার দুই পরিচিত মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য, ওটিটি প্ল্যাটফর্ম হোক বা বড় পর্দা, বহুবার দর্শক জুটিতে দেখেছেন দুজনকে। ওয়েব সিরিজে ‘ব্যোমকেশ’ অনির্বাণের ‘সত্যবতী’ ছিলেন সোহিনী, তাদের রোমান্টিকতা ছিল নজরকাড়া। বহুদিন ধরে এমন গুজব চাউর ছিলো, প্রেম করেছেন এই দুই তারকাশিল্পী, কিন্তু তাতে কখনও মুখ খোলেননি তারা।
সময়ের পালাবদলে দুজনেই এখন সংসারী, বর্তমানে সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে রয়েছেন সোহিনী। ভালোবেসে ২০২৪ সালের ১৫ জুলাই বিয়ে করেন দুজনে।
অন্যদিকে মাইম শিল্পী মধুরিমা গোস্বামীর সঙ্গে ২০২০ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন অনির্বাণ। বছর দু-এক আগে দুজনের দাম্পত্যে চিড় ধরার গুঞ্জনও রটেছিল। তবে সেই সব ভুলে আবার এক হন দুজনে।
এমন যখন চিত্রপট, তখন বিস্ফোরক মন্তব্য করলেন সোহিনী। জানালেন, একসময় চুটিয়ে প্রেম করেছেন দুজনে। ২০১৯ সালের দিকে প্রথমবার দুজনের প্রেমের গুঞ্জন রটেছিল। সেই গুঞ্জনে অবশ্য সিলমোহর দেননি তারা। বরং সোহিনী শুধুই তার ভালো বন্ধু এমনটা বহুবার বলতে শোনা গেছে অনির্বাণকে। কিন্তু সব জল্পনায় পানি ঢেলে সোহিনী এত দিনে স্বীকার করলেন নিজেদের অতীত সম্পর্কের কথা।
বন্ধু-সহকর্মী সোহিনীর কাছে এই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে। সোহিনী জবাবে বলেন, ‘শুধু ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।’ কিন্তু ঠিক কোন সময়টায় প্রেম করেছেন এই জুটি, তা স্পষ্ট করেননি সোহিনী।