
সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া কাউন্সিল অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর এক নতুন বিধান জারি করেছে, যার আওতায় সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাতাদের জন্য লাইসেন্স ও পারমিট ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো ধর্ম, রাষ্ট্র ও জাতীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জোরদার করা এবং সমাজে নৈতিকতা ও সংহতি বজায় রাখা। নতুন কাঠামোর মাধ্যমে দেশটি ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল যোগাযোগ নিশ্চিত করতে এবং কনটেন্ট ক্রিয়েটরদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায়।
নতুন বিধান অনুযায়ী, কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে যেকোনো ধরনের ভুল তথ্য, ধর্মীয় অবমাননা বা রাষ্ট্রীয় প্রতীকের প্রতি অসম্মান কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য ৫ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার ডিরহাম পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে। তরুণ সমাজকে বিভ্রান্ত করা বা ধ্বংসাত্মক ধারণা প্রচারের অপরাধে সর্বোচ্চ ১ লক্ষ ডিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধমূলক আচরণে উসকানি, যেমন হত্যা, ধর্ষণ বা মাদক ব্যবহারে প্ররোচনার মতো অপরাধে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার নির্ধারণ করা হয়েছে।
ধর্মীয় বিশ্বাস, বিশেষ করে ইসলাম ও অন্যান্য ধর্মকে অপমান করলে সর্বোচ্চ ১ মিলিয়ন ডিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। একইভাবে, রাষ্ট্রপ্রধান, শাসনব্যবস্থা বা জাতীয় প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শন করলে ৫ লক্ষ ডিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হবে।
জাতীয় ঐক্য বিনষ্ট করা বা বৈদেশিক সম্পর্ক ক্ষুণ্ণ করার মতো কনটেন্ট প্রকাশের জন্য সর্বোচ্চ ২ লক্ষ ৫০ হাজার ডিরহাম জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া মানহানি (Defamation), মিথ্যা অপবাদ (Libel) বা বদনাম (Slander) সম্পর্কিত অপরাধের জন্য সর্বোচ্চ ২০ হাজার ডিরহাম পর্যন্ত জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।
আমিরাতের মিডিয়া কাউন্সিল ডিজিটাল ও ঐতিহ্যবাহী মিডিয়া উভয় ক্ষেত্রেই লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন বাধ্যতামূলক করেছে। লাইসেন্স ছাড়া মিডিয়া কার্যক্রম পরিচালনার প্রথম অপরাধে ১০ হাজার ডিরহাম এবং পুনরাবৃত্তিতে ৪০ হাজার ডিরহাম জরিমানা ধার্য করা হয়েছে।
অনুমোদন ব্যতিরেকে অতিরিক্ত মিডিয়া কার্যক্রম চালালে প্রথমবারের অপরাধে ৫ হাজার, এবং পুনরাবৃত্তিতে ১৬ হাজার ডিরহাম জরিমানা দিতে হবে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে প্রতিদিন ১৫০ ডিরহাম করে জরিমানা প্রযোজ্য হবে, যা সর্বোচ্চ ৩ হাজার ডিরহাম পর্যন্ত বাড়তে পারে।
সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে ট্রেড লাইসেন্স ছাড়া সোশ্যাল মিডিয়ায় বিক্রয় বা বাণিজ্যিক প্রচারণা চালানোকে, যার জন্য সর্বোচ্চ ৫ লক্ষ ডিরহাম জরিমানা, পণ্য বাজেয়াপ্ত এবং কারাদণ্ডের শাস্তি হতে পারে।
ইউএই মিডিয়া কাউন্সিলের এই নতুন কাঠামো ডিজিটাল প্ল্যাটফর্মে নৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করার পাশাপাশি মিডিয়া পেশাজীবীদের জন্য সুরক্ষা ও পেশাগত স্বীকৃতি প্রদানের লক্ষ্য নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর মাধ্যমে দেশটি অনলাইন যোগাযোগের মান উন্নত করবে এবং ডিজিটাল ও ঐতিহ্যবাহী মিডিয়া উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল কনটেন্ট সংস্কৃতি গড়ে তুলবে।
নতুন আইনটি কার্যকর হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করা কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের অবশ্যই সংশ্লিষ্ট পারমিট সংগ্রহ করতে হবে, অন্যথায় কঠোর জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ।
সূত্র: খালিজ টাইমস