
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজ-নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।
বিশ্বকাপের জন্য সঠিক টিম কম্বিনেশন ও বিকল্প খেলোয়াড়দের যাচাই করার শেষ সুযোগ ছিল এই সিরিজ। এমন ভাবনা থেকেই শামীম হোসেনকে বাদ দিয়ে প্রথম দুই টি-টোয়েন্টির দলে নেওয়া হয় মাহিদুল ইসলাম অঙ্কনকে। তবে প্রথম দুই ম্যাচের একটিতেও সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটার।
সোমবার (১ ডিসেম্বর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট। অঙ্কনকে প্রথম দুই ম্যাচের একাদশে কেন নেওয়া হয়নি- এমন প্রশ্নের জবাবে টেইট বলেন, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন।’
আয়ারল্যান্ড সিরিজ শেষে বিপিএলে ব্যস্ত সময় কাটাবেন ক্রিকেটাররা। এতে বিশ্বকাপের প্রয়োজনীয় প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করেন টেইট। তবে এক মাসের লম্বা বিপিএলে পেসারদের চোটের ঝুঁকিও আছে। তবে তা নিয়ে চিন্তিত নন এই পেস বোলিং কোচ।
টেইট বলেন, ‘ভালো দিক হচ্ছে, খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। কারণ, আমি পেস বোলিং কোচ।’