
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিড নিয়েছে ভারত। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। এতেই ৪৮ রানের জয় পায় ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে রান বিবেচনায় এটিই বড় জয় টিম ইন্ডিয়ার।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ ৫ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) কারারাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ৪০ বলে ৫৬ রানের শুরু এনে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। ৩টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ২৮ রান করে ফিরেন অভিষেক। তিন নম্বরে নেমে ১৮ বলে ২২ রানের বেশি করতে পারেননি শিবম দুবে।
দলীয় ৮৮ রানে দুবে ফেরার পর ১৬ বলে ৩৩ রানের জুটিতে রানের গতি বাড়ান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। গিল৩৯ বলে ৪৬, সূর্য ১০ বলে ২০, তিলক বর্মা ৫ ও উইকেটরক্ষক জিতেশ শর্মা ৩ রানে আউট হন।
১৩৬ রানে ৬ উইকেট পতনের পরও ভারতকে লড়াকু পুঁজি এনে দেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। সুন্দরের ৭ বলে ১২ ও প্যাটেলের ১১ বলে অপরাজিত ২১ রানের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান পায় ভারত। অস্ট্রেলিয়ার ন্যাথান অ্যালিস ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন।
১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ৩৭ রানের সূচনা পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ১৯ বলে ২৫ রানে থামেন ওপেনার ম্যাথু শর্ট। তিন নম্বরে নামা জশ ইংলিসকে নিয়ে রানের চাকা সচল রাখেন অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে পরপর দুই ওভারে ইংলিস ও মার্শের বিদায়ে খেই হারায় অস্ট্রেলিয়া।
ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৮.২ ওভারে ১১৯ রানে গুটিয়ে হার বরণ করে নেয় অজিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মার্শ। সুন্দর ৩টি ও প্যাটেল-দুবে ২টি করে উইকেট নিয়ে ভারতের জয়ে অবদান রাখেন। ম্যাচ সেরা হন প্যাটেল। আগামী ৮ নভেম্বর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।